জীবন-রহস্যের উৎস সন্ধানে
তাঁকে মলিকিউলার বায়োলজির সিলভিয়া প্লাথ বলে অভিহিত করা হয়। ৩৭ বছরের এক দুর্ধর্ষ জীবন কাটিয়ে অনেক উচ্চতাকে করায়ত্ত করলেও স্বীকৃতির দিক থেকে অনেকটা অপ্রাপ্তি নিয়েই মহাকালের পথে পা বাড়িয়েছিলেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। জীবন রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে এক দিগন্তকে তিনি উন্মোচন করেছিলেন। মেয়েদের কথা বলতে গিয়ে যিনি স্পষ্ট সরলতায় জিজ্ঞেস করেছিলেন, “পিতা কেন ? সর্বশক্তিমান ঈশ্বর যে মাতৃরূপে নেই এমনটাও কি হলফ করে আমরা বলতে পারি ?” নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ৩০)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 27 September, 2021 | 634 | Tags : Rosalind Franklin Discovery of DNA Photo51 Molecular Biology Series on Female Scientists)